ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানযট - ভোগান্তিতে যাত্রীরা

মুক্ত বাংলাদেশ
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ | আগস্ট ২৮, ২০২৪ Last Updated 2025-05-03T09:15:59Z


স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ) 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা ছাড়িয়ে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা করা যায়।

যানজটে আটকে থাকা একাধিক যাত্রী ও চালকদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকেই মহাসড়কের উভয় পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। এজন্যই এমন ভোগান্তিতে পড়েছেন তারা।

মতিউর রহমান নামের একজন চাকরিজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজটের কারণে অফিসে ঢোকার সময় অতিবাহিত হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর অফিসে নোটিশ করে বাড়ি ফিরে যাব।

শাহিনা আক্তার নামের এক গার্মেন্টস কর্মী বলেন, সকাল ৮টায় অফিস কিন্তু এখন প্রায় ১০টা বাজে; যানজটের কারণে এখনো অফিসে পৌঁছতে পারছি না। ভেঙে ভেঙে কারখানায় যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের ফোর্স মহাসড়কের বিভিন্ন জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানযট - ভোগান্তিতে যাত্রীরা

জনপ্রিয়