প্রতিদিনের সোনারগাঃ
কোপা আমেরিকার শিরোপা জয় করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এর প্রায় দেড় মাস পর আবারও বিদায় নিতে যাচ্ছেন তিনি। এবার ঘরের মাঠে আর্জেন্টাইন কিংবদন্তিকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যস মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে- দেশটির সাংবাদিক লিও প্যারাডিজোর জানিয়েছে নিজ ক্লাব বেনফিকার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডি মারিয়া।
যদিও এর আগে জানানো হয়েছিল চিলির বিপক্ষে এ ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। তবে আর্জেন্টাইন সাংবাদিক লিও প্যারাডিজো জানিয়েছে চিলির বিপক্ষে খেলবেন না ডি মারিয়া। শুধু সদ্য জয়ী কোপা আমেরিকার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন তিনি।