বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

মুক্ত বাংলাদেশ
রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ | আগস্ট ১৮, ২০২৪ Last Updated 2025-05-03T09:15:59Z


নিউজ ডেস্কঃ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

এ নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

শনিবার (তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে দেখা গেছে, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন উর রশিদ আসকারী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ উপহাইকমিশন কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

জনপ্রিয়