ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির প্রতিবাদ মিছিল

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ | আগস্ট ২৭, ২০২৪ Last Updated 2025-05-03T09:15:59Z


প্রতিদিনের সোনারগাঁ:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়।


নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তপন মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খোরশেদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


বিক্ষোভ শেষে  শাহ আলম মুকুল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে  স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পরও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।অনতিবিলম্বে ফ্যাসিবাদ ও খুনি হাসিনাকে গ্রেফতার করে ফাঁশি কার্যকর করার দাবি জানাচ্ছি।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির প্রতিবাদ মিছিল

জনপ্রিয়