চবিতে শহীদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা

মুক্ত বাংলাদেশ
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ | সেপ্টেম্বর ০৪, ২০২৪ Last Updated 2025-05-03T09:15:59Z


প্রতিদিনের সোনারগাঁঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।


আজাদী মঞ্চের আয়োজনে এতে অংশ নেয় অনুরণন সঙ্গীত একাডেমি, কর্ণফুলী থিয়েটার, চট্টলা গানের দলসহ আজাদী মঞ্চের শিল্পীরা।


বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। কাওয়ালি, গান, অভিনয়, একক কবিতার মাধ্যমে মেতে ওঠে প্রায় হাজারের অধিক শিক্ষার্থীরা।


অনুষ্ঠান উপভোগ করতে আসা মাহফুজ আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে ক্যাম্পাস। এই নিস্তব্ধ ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে এই কাওয়ালী সন্ধ্যার মাধ্যমে। স্বৈরাচার সরকারের পতনের পর এই প্রথম ক্যাম্পাসে এসেছি শুধু কাওয়ালি সন্ধ্যায় অংশ নিতে। এ রকম আয়োজন প্রতিনিয়ত হোক।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • চবিতে শহীদদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা

জনপ্রিয়