প্রতিদিনের সোনারগাঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ২৫ জনের পরিবারকে সর্বমোট ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শনির আখড়ায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী ইউনিট আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, শহীদ পরিবারের সদস্যদের কষ্ট ও কলিজা ছেঁড়া আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। রাষ্ট্রীয় সব শক্তি কাজে লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করে দিতে চেয়েছিল। ইতিহাস সাক্ষী, ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি।
তিনি বলেন, বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করছে। ৫ আগস্ট থেকেই দুর্বৃত্তদের লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি প্রতিরোধ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় সহ দেশের মানুষের জান-মালের নিরাপত্তায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষ অংশগ্রহণ করেছে এবং অনেকে শহীদ হয়েছেন। মা-বোনেরা ঘরে বসে থাকতে পারেননি। তারা আ