নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সভাপতিত্বে ও বিএনপি নেতা মো: কামাল হোসেনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মেম্বার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), বিএনপি নেতা মাসুম রানাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা ইউনুস বেপারি, যুবদল নেতা রনি,শফিকুল, ফাইজুল,হালিমসহ আরো অনেকে।