সোনারগাঁয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" কর্মশালা

মুক্ত বাংলাদেশ
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ | জানুয়ারী ০৯, ২০২৫ Last Updated 2025-05-03T09:15:57Z


প্রতিদিনের সোনারগাঁও:

'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' এই প্রতিবাদ্যে  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ, তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে। 


পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন   ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।


বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল ও ইউপি সদস্যবৃন্দ। 


কর্মশালায় প্রধান অতিথি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ৷ আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" কর্মশালা

জনপ্রিয়