প্রতিদিনের সোনারগাঁও:
'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' এই প্রতিবাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদ, তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে।
পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল ও ইউপি সদস্যবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ' শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ৷ আমরা আশা রাখি এই কর্মশালা নতুন প্রজন্মকে নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।