রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা

মুক্ত বাংলাদেশ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ | ফেব্রুয়ারী ০৭, ২০২৫ Last Updated 2025-05-03T09:15:57Z


রপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত  ৩১ দফা জন দোয়ারে পৌঁছে দিতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা করেছে। শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশে এ আলোচনা সভা করা হয়। 


উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা, ভুলতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, বিএনপি নেতা ইমামুল হোসেন (দুখু) মিয়া, যুবদল নেতা মোতাছের মোল্লা, আকতার, রিপন, মুড়াপারা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হৃদয় মিয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা বাদশা, দিপু, সোহান, আল আমিন, সাহরিয়ার, সানি, আবুরাজিন, নিবির প্রমুখ।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা

জনপ্রিয়