গত বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্ত ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা তুলে নিয়ে দেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানান শাহ আলম মুকুল।
সোনারগাঁ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রমজান আলী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো: পনির হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন মেম্বার, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহাদাত মেম্বার, সোনারগাঁ পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সোনারগাঁ থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা ইমন, বিএনপি নেতা মোমেন, যুবদল নেতা রনিসহ মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।