নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। খরার কারণে কিছু লিচু ঝরে পড়লেও আশানুরূপ লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গ্রামে ছড়িয়ে রয়েছে প্রায় ৬ শতাধিক লিচু বাগান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার সোনারগাঁয়ে ১০৭ হেক্টর জমিতে প্রায় ৬৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাছভর্তি থোকায় থোকায় লিচু দেখে বাগান মালিকদের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যে কিছু বাগানে দেশি পাতি লিচু পাড়াও শুরু হয়েছে।
পৌরসভার পানাম, গাবতলী, হাঁড়িয়া, যোল্লপাড়া, দরপত, বালুয়া দিঘিরপাড়, হাতখোপা, কৃষ্ণপুরা, বাড়িচিনিস, মোগরাপাড়া, হামছাদিসহ বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে দেশি পাতি, কদমি, বোম্বাই, চায়না-টু ও চায়না-থ্রি জাতের লিচু।
ষোল্লপাড়া এলাকার লিচু ব্যবসায়ী বেনু মোল্লা জানান, তিনি ২০ বছর ধরে এ পেশায় জড়িত। এবার তিনটি বাগান তিন বছরের জন্য ২০ লাখ টাকায় কিনেছেন। ইতোমধ্যে ঢাকার পাইকাররা প্রতি হাজার ৪৫০০ টাকা দরে গাছের লিচু কিনে নিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী সাজ্জাদ হাওলাদার জানান, খরায় কিছু লিচু ঝরে পড়লেও ফলন ভালো হয়েছে, লাভও হবে বলে আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, ‘বিভিন্ন বাগান পরিদর্শনে দেখা গেছে, ফলন খুব ভালো হয়েছে। যদিও তাপদাহের কারণে কিছু লিচু ঝরে গেছে, তবে বাজারে ভালো দামের প্রত্যাশায় রয়েছেন ব্যবসায়ীরা।’