মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

মুক্ত বাংলাদেশ
বুধবার, ১৪ মে, ২০২৫ | মে ১৪, ২০২৫ Last Updated 2025-05-14T16:25:29Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জান্নাতী আক্তারের নামের এক মাদ্রাসারছাত্রীকে অপহরন মামলায় এক যুবুককে গ্রেপ্তার   করে সোনারগাঁ থানা পুলিশ।


সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার হামছাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামী উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী গ্রামের মো: শুক্কর আলীর ছেলে মো: নুরুজ্জামান (২০)।


 জানা যায়, গত বছরের ৪ আগষ্ট, ১৫ বছর বয়সী এক ছাত্রীকে উপজেলা হাবিবপুর সাকিনস্ত ইসলামীয়া মহিলা মাদ্রাসার সামনে থেকে গত অভিযুক্ত   নুরুজ্জামানসহ অজ্ঞাত ৪ জন অপহরণ করে। পরে অপহরণের ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে নুরুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ঐ মামলার ওয়ারেন্ট ইস্যু হলে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজের বাসা থেকে গ্রেপ্তার করে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • মাদ্রাসার ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

জনপ্রিয়