নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যার অভিযোগে মাসুদুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতে তাকে আটক করা হয়।
জানা গেছে, মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় হস্তান্তর করেছে বলে একটি সূত্র জানিয়েছে।