ছাত্রদল নেতার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

মুক্ত বাংলাদেশ
সোমবার, ৫ মে, ২০২৫ | মে ০৫, ২০২৫ Last Updated 2025-05-05T12:18:07Z


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাসুদুর রহমান ওরফে কাইল্যা মাসুদ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (০৫ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানেল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত মাসুদুর রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। 


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রদল পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। সে নিরীহ মানুষের জমি দখল,ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত শুক্রবার ও শনিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাগেরবাগ এলাকায় তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে যুবদল নেতা অলি, শাহাজালাল, শাওনসহ ৫ টি বসত বাড়িঘরে হামলা চালায়। এবং যুবদল নেতা অলির বাড়িতে পর পর তিন দিন হামলা করে হত্যার হুমকি দেয় তাদের বাড়িতে তার উদ্দেশ্যে গুলি করে। ওই এলাকার দোকানপাটে ভাংচুর করে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেওয়ায় ওই এলাকার কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন ।


বক্তারা আরো বলেন, এই বাহিনীর নেতৃত্বে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়ত ভয়ে থাকে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত কাইল্যা মাসুদকে  গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকি উল্লেখ করে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, এসব মিথ্যা বানোয়াট। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 


রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সংঘর্ষের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ছাত্রদল নেতার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

জনপ্রিয়