মুক্ত বাংলাদেশ ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 'আট'টি পূজা মণ্ডপে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা মাসুম রানা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম কিরণ, আরশাফসহ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।
পরে আট'টি মণ্ডপ পরিদর্শন করে উপহার সামগ্রী পৌঁছে দেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও থানা যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, মহানগর যুবদল নেতা আরমান ও নাজিম পারভেজ অন্তু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সিকদার, সাধারণ সম্পাদক পাপ্পুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন এবং আজহারুল ইসলাম মান্নানের সালাম পৌঁছে দেন। তারা বলেন, “মান্নান সাহেব আপনাদের সন্তান। অতীতের মতো ভবিষ্যতেও তিনি আপনাদের পাশে থাকবেন। সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও একীভূত হওয়ায় আপনাদের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। আপনাদের সম্মানেই তিনি এই সামান্য উপহার পাঠিয়েছেন।”
পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।