সোনারগাঁয়ে বিএনপির গণসমাবেশ ও র‌্যালী

মুক্ত বাংলাদেশ
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ | সেপ্টেম্বর ০৩, ২০২৫ Last Updated 2025-09-03T16:03:55Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ সমাবেশের আয়োজন করেন সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপির এবং এ অঙ্গ সংগঠন। 

সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপত্বি গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

 সমাবেশে আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আতাউর রহমান, মোতালেব মিয়া, মনিরুজ্জামান, মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সেলিম হোসেন দিপু, সাদিকুর রহমান সেন্টু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে মাশুকুল ইসলাম রাজিব ও  আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতাকর্মীরা বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করেন। র‌্যালী মোগড়াপাড়া চৌরাস্তা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করেন। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে বিএনপির গণসমাবেশ ও র‌্যালী

জনপ্রিয়