জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

মুক্ত বাংলাদেশ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | সেপ্টেম্বর ২৪, ২০২৫ Last Updated 2025-09-24T11:09:46Z


মুক্ত
বাংলাদেশ ডেস্ক:

জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডের পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছে। 


বুধবার দুপুরে খাসনগর দিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েক শত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেয়।


মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের খাসনগর দিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ মোট পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে ফলে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে এতে তারা পানি–বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজকর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।


এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।


এ ব্যাপারে  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

জনপ্রিয়