সোনারগাঁয়ে মান্নানের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের শুভেচ্ছা বিনিময়

মুক্ত বাংলাদেশ
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১১, ২০২৫ Last Updated 2025-10-11T12:53:57Z

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীরা। 


১১ অক্টোবর শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার বেপারী ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। 


এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার সৌভাগ্য যে আজকে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরা আমার বাসায় এসছেন। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এক হওয়ায় এই সুযোগ তৈরি হলো। আমি এমপি হই বা না হই সোনারগাঁও উপজেলার মতই সিদ্ধিরগঞ্জবাসী ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের পাশে আছি এবং থাকবো।


পরে নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন কৃষক দলের নেতাকর্মীরা।
Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে মান্নানের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের শুভেচ্ছা বিনিময়

জনপ্রিয়