নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীরা।
১১ অক্টোবর শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার বেপারী ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার সৌভাগ্য যে আজকে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরা আমার বাসায় এসছেন। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এক হওয়ায় এই সুযোগ তৈরি হলো। আমি এমপি হই বা না হই সোনারগাঁও উপজেলার মতই সিদ্ধিরগঞ্জবাসী ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের পাশে আছি এবং থাকবো।
পরে নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন কৃষক দলের নেতাকর্মীরা।