সোনারগাঁয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি জাতীয় পার্টির নেতার

মুক্ত বাংলাদেশ
বুধবার, ১ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ০১, ২০২৫ Last Updated 2025-10-01T10:39:02Z


মুক্ত বাংলাদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা জের ও আষাঢ়িয়াচর জামে মসজিদের কমিটি থেকে বাদ দেওয়ায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জাতীয় পার্টির নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র  হত্যা মামলার আসামি  সারোয়ার, মোক্তার ও তাদের লোকজনের বিরুদ্ধে। 


গত শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর বাস স্টেশনে আব্দুর রউফকে একা পেলে মারধর করার চেষ্টা চালায়,একপর্যায়ে লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান সারোয়ার, মোক্তার ও তার সন্ত্রাসী দল। 


এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) দুপুরে মোঃ সারোয়ার (৬০),মোক্তার হোসেন (৫৮), মোঃ সজীব (২৮), মোঃ হৃদয় (২৭) কে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিএনপি নেতা আব্দুর রউফ। 



অভিযোগ সূত্রে জানাযায়, গত  (১৯ শুক্তবার) এলাকার লোকজন  মোঃ সারোয়ারকে আষাঢ়িয়াচর জামে মসজিদ কমিটি থেকে বাদ দেওয়ার কারনে তারা বিএনপি নেতা আব্দুর রউফকে দোষারুপ করে এবং সুযোগ পেলে মারধর ও হত্যার হুমকি দেয়। গত শনিবার   বিকেলে  আষারিয়ারচর  বাস ষ্ট্যান্ডে আমাকে পাইয়া মারধর করার চেষ্টা করে। আমার ডাক-চিৎকারে লোকজন আগাইয়া আসিলে, বিবাদীরা সুযোগ মত পাইলে আমাকে খুন জখম করিবে বলিয়া হুমকি দিয়ে পালিয়ে যায়। 


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি জাতীয় পার্টির নেতার

জনপ্রিয়