বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা-সাদিয়া ইসলাম

মুক্ত বাংলাদেশ
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১৩, ২০২৫ Last Updated 2025-10-13T13:04:31Z


বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা, বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি কোন প্রতিশোধের রাজনীতি করেনা, বিএনপি নিরাপদ গণতন্ত্রপূর্ন দেশ গড়ার রাজনীতি করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলামের পূত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুই। 


সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমরা এখানে ক্ষমতার রাজনীতি করতে আসিনি,আমরা এসেছি বাংলাদেশকে জনগনের হাতে তুলে দিতে। তারেক রহমান বিদেশের মাটিতে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করেন এবং দেশের জন্য লড়ে যাচ্ছেন। 


এ সময় তিনি, তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতিটি দফা জনগণের মাঝে তুলে ধরেন।


আলোচনা সভায়, সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজলের সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আজহারুল ইসলাম মান্নানের কন্যা  মারিয়াম আক্তার মুন্নী।


এ সময়, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা মহিলা দলের নেত্রী রাবি আক্তার   উপস্থিত ছিলেন।



Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা-সাদিয়া ইসলাম

জনপ্রিয়