সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মুক্ত বাংলাদেশ
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১৯, ২০২৫ Last Updated 2025-10-19T09:11:04Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।


রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।


প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে, তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


জানা যায়, নিখোঁজের চার দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় সায়মা আক্তার মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মীম পাবনা জেলার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।


তিনি আরও জানান, কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জনপ্রিয়