বিএনপি নেতা মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

মুক্ত বাংলাদেশ
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১৯, ২০২৫ Last Updated 2025-10-19T12:59:41Z


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।


রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, “সাম্প্রতিক সময়ে আমার নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”


তিনি আরও বলেন, “আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী। আমি আমাদের দলের গৌরবময় নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাতেই রাজনীতি করছি এবং ভবিষ্যতেও তাঁদের নেতৃত্বে কাজ করে যাব ইনশাআল্লাহ।”


মান্নান বলেন, “আমি আমার দল বিএনপিকে গভীরভাবে ভালোবাসি এবং দলের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটিকেই পূর্ণভাবে মেনে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।”


তিনি সবার উদ্দেশে বলেন, “গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে শুধুমাত্র আমার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”


বিবৃতির শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, “গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।”

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • বিএনপি নেতা মান্নানের নাম ব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের প্রতিবাদ

জনপ্রিয়