নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে উঠা চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ১ টি ঢালাই কারখানা ও পিরোজপুর ইউনিয়নের ইকোনমিক জোনের পাশে ২ টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় কারখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ ঢালাই ৩ তিন শ্রমিককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যায়।
সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) শবিউল আওয়াল জানান, আমরা একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাসের চুনা কারখানাগুলো গুড়িয়ে দিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

