সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ | ডিসেম্বর ০২, ২০২৫ Last Updated 2025-12-02T12:14:58Z


বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ  আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়  নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের  সার্বিক তত্ত্বাবধানে নোয়াগাঁও  ইউনিয়নের পরমেশ্বরী  কাওমী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে  মাদ্রাসাছাত্র ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন  নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ও পৌর বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ  সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।


এছাড়াও উপস্থিত ছিলেন, ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ওমর ফারুক,  সোনারগাঁ উপজেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মোঃ আমির হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন নাসু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মনির হোসেন, হাজী শহিদুল্লাহ, আমিনুল ইসলাম, গোলজার হোসেন, দেলোয়ার হোসেন, সানাউল্লাহ প্রধান, বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ হালিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ মাস্টার ও উপজেলা ক্রিয়া বিষয়ক সম্পাদক করিম রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি ও সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

জনপ্রিয়