কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক

মুক্ত বাংলাদেশ
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ০৩, ২০২৬ Last Updated 2026-01-03T16:20:13Z


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিশেষ দোয়ার আয়োজন করে আশরা সমাজ উন্নয়ন সংস্থা (আউশ)।


শুক্রবার শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নের বন্দরামপুরে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ছাদেক হোসেন সরকার।


 তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আশরা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল মজিদ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশপ্রেমের শিক্ষা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • কুমিল্লায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক

জনপ্রিয়