সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুক্ত বাংলাদেশ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ০২, ২০২৬ Last Updated 2026-01-02T12:33:52Z


সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশক পূর্ণ উপলক্ষে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


ক্লাব সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুজ্জামান রানা সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীসহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শেষে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা ও ক্লাবের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।


উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


এসময় উপস্থিত ছিলেন, অশিত কুমার (ইত্তেফাক), আল আমিন তুষার (যুগান্তর) রিপন মাহমুদ (এসময় উপস্থিত ছিলেন, অশিত কুমার দাস (ইত্তেফাক), আল আমিন তুষার (যুগান্তর) রিপন মাহমুদ (নয়াদিগন্ত), আক্তার হাবিব স্টাফ রিপোর্টার (চ্যানেল আই), মঈন আল হোসাইন (এশিয়ান টিভি), মোক্তার হোসেন মোল্লা (ইনকিলাব) শাহাদাত হোসেন রতন ( সমকাল), মিজানুর রহমান (আমাদের সময়), রবিউল ইসলাম (দেশ রুপান্তর) মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন) সহ ক্লাবের সকল সদস্যরা।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জনপ্রিয়