সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ০৬, ২০২৬ Last Updated 2026-01-06T15:42:20Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। 


মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দালদার গ্রাম ও পৌর ভবনাথপুর এলাকায় মোট তিনটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে দুইটি অবৈধ চুনা কারখানার চারটি ভাট্টি এবং প্রায় দেড় কিলোমিটার অবৈধ আবাসিক গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৫০০টি আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে বিভিন্ন সাইজের প্রায় ১২০ ফুট অবৈধ গ্যাস পাইপ ও ৪টি বার্ণার জব্দ করা হয়।


অভিযানের মাধ্যমে শিল্প ও আবাসিক খাতে সর্বমোট ১৮,৫০০ ঘনফুট গ্যাস প্রতি ঘণ্টা সাশ্রয় হবে বলে জানানো হয়েছে, যার আর্থিক মূল্য দৈনিক প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা। কারখানা মালিকদের উপস্থিত না থাকায় কোনো জরিমানা বা মামলা করা হয়নি। অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।


Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জনপ্রিয়