কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল বলেছেন, ‘নারায়ণগঞ্জ একসময় সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল। তারপরও জেলা যুবদল ও বিএনপি পরিবার সব সময় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সক্রিয় ছিল।’
বুধবার (২১ মে) সোনারগাঁয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’-এর প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সেখানে নারায়ণগঞ্জ যুবদল সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছি।’
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া। সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে প্রতিশ্রুতি দেন।