রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর পক্ষে জেলা ছাত্রদল নেতার হামলা, গুলিবর্ষণের ভিডিও ভাইরাল

মুক্ত বাংলাদেশ
শুক্রবার, ৩০ মে, ২০২৫ | মে ৩০, ২০২৫ Last Updated 2025-05-30T09:32:26Z


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়ামিন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীর পক্ষে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের লোকজনের এলাকাবাসীর ওপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। গত রোববার (২৫ মে) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এনজেড টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো ইয়ামিন মোল্লা নামের এক মাদক ব্যবসায়ী। তিনি ওই এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। তাকে বাঁধা দিতে গেলেই নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ও তার লোকজন এলাকাবাসীকে মামলা দিয়ে হয়রানি করে আসছে। শুধু তাই নয় এ চক্রের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে বেশ কয়েকবার। গত রোববার বিকেলে ইয়ামিন মোল্লাকে মাদক ব্যবসা করার বিষয়ে বাঁধা দিলে ছাত্রদল নেতা মাসুদের লোকজন এলাকাবাসীর ওপর পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এতে এলাকাবাসীর কয়েকজন আহত হন। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।উল্টো ইয়ামিন এলাকাবাসীকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছে বলে জানতে পারেন। মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। 


এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর পক্ষে জেলা ছাত্রদল নেতার হামলা, গুলিবর্ষণের ভিডিও ভাইরাল

জনপ্রিয়