গত বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণলংকারসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এঘটনায় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ভূক্তভোগী রেশমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলা শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মৃত নাসির উদ্দিনের চর হোগলার বাড়িতে গত বুধবার রাত ৮ টার দিকে একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব মেম্বার ও তার ছেলে ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধানের নেতৃত্বে ফারুক, বাবু গাজী ও শহীদ মিয়াসহ ৪০-৫০জনের বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা গত কয়েকদিন যাবত পূর্ব শত্রুতার জের ধরে রেশমা বেগম ও তার ছেলে রাসেলউদ্দিনের কাছ থেকে ৫০লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
দাবিকৃত চাঁদা না পেয়ে হামলাকারীরা নাসির মেম্বারের গেইট ভেঙ্গে বাড়ির কেয়ারটেকার আব্দুর রহমানকে মারধর করে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা আসবারপত্র ব্যাপক ভাংচুর ও তছনছ করে। এসময় তারা ৬টি এসি, দুটি ফ্রিজ, নগদ পাঁচ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে নাসির মেম্বারের পার্শ্ববর্তী সোহেল মিয়া,মুকুল মিয়া,শামিম আহম্মেদ স্বপনের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫আগষ্ট ক্ষমতার পালাবদলের পর সাবেক ইউপি সদস্য ও তার ছেলে বেপরোয়া হয়ে উঠে। আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে থাকে। মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চাঁদা না দিলে তারা বাড়িতে হামলা করে। গত বুধবার রাতে ৪০-৫০ একটি দল আওয়ামীলীগ নেতাদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তাদের নিয়ন্ত্রন করতে না পারলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।
ভূক্তভোগী রেশমা আক্তার জানান, অভিযুক্তরা হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামী। হামলাকারী ফারুক অস্ত্র মামলায় ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামী। জামিনে মুক্ত হয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের শেল্টারে ত্রাস সৃষ্টি করছে। অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। তারা স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই বাহিনী তার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন।
অভিযুক্ত শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত প্রধান জানান, আওমীলীগের নেতাকর্মীরা মুন্সিগঞ্জ থেকে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে। বিষয়টি দেখে আমাদের কর্মীরা তাদের ধাওয়া করে। হামলা ও ভাংচুরের ঘটনাটি ৫ই আগষ্টের পরদিন। এটা এখনকার না। তবে চাঁদা দাবির বিষয়টি সত্য না।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।