নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের দালাল হিসেবে খ্যাতি আবু তাহের এখন নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তবে তিনি বিগত সরকার আমলে আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় নেতাকর্মীদের। এতে বিএনপির তৃণমূল নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, নারান্দিয়া ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে সভাপতির পদ বাগিয়েছেন, তাহের গত ১৭ বছর আওয়ামী লীগের দালাল এবং নেতাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
২০১৮ সালে রাতের ভোটের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আহমাদ মেরীর নির্বাচনী প্রচারণায় ও মিছিলে সরাসরি অংশগ্রহণ করে নৌকার পক্ষে স্লোগান দিয়ে ভোট চেয়েছেন। শুধু ভোট চেয়ে ক্ষান্ত হননী তিনি ভোট কেন্দ্রের সেন্টারে নৌকার পক্ষে জোড়ালো ভূমিকা রেখেছেন বলে তারা অভিযোগ তুলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কোনো ছবি, ভিডিও বা তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা ব্যক্তি বিএনপির কমিটিতে আসতে পারবে না। আর যদি আসেও তার প্রমাণ মিললে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে। তাহলে আবু তাহের নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে, নৌকার পক্ষে ভোট চেয়ে, মিটিং মিছিলে অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছবি থাকা সত্ত্বেও সে কিভাবে ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়? তারা দ্রুত এই আওয়ামী দোসরকে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে আবু তাহের বলেন, আমি কখনো আওয়ামী লীগ করিনি। আমার বিরুদ্ধে হিংসাত্মকভাবে মিথ্যা অপপ্রচার করছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মেরীসহ অন্যান্য নেতাদের সাথে ছবি এবং নৌকার পক্ষে প্রচারণা ও স্লোগানের ভিডিও সম্পর্কে তিনি বলেন, আমি নৌকার পক্ষে প্রচারণা ও ভোট চাই নাই।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আপনার সাথে সরাসরি কথা হবে বলে ফোন কেটে দেন।