রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখনো বেপরোয়া যুবলীগ নেতা সালামত উল্লাহ। এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ করতে গেলে মিষ্টি খাওয়া বাবদ দিতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। শুধু তাই নয় ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি টাকা আয় করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলছিলাম ভুলতা ইউনিয়ন যুবলীগের সদস্য ও ভায়েলা এলাকার মৃত হাতেম আলীর ছেলে সালামত উল্লাহর কথা।
সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে এসে অল্প জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ কাজ করতে গেলেই সালামত উল্লাহ বাহিনীর সদস্যরা গিয়ে নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। এরপর শুরু হয় নানা তালবাহানা। এক সময় আদায় করা হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। শুধু তাই নয় এ চক্রের সদস্যরা ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি টাকা আয় করছে বলে অভিযোগ রয়েছে। ওই এলাকায় চাঁদা দিয়ে বাড়িঘর নির্মাণের পর শুরু হয় ড্রেনেজ ব্যবস্থার নামে ৫০ থেকে দুই লাখ টাকা গুনতে হচ্ছে।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে এসে অল্প জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ কাজ শুরু করলেই সালামত উল্লাহ বাহিনীর সদস্যরা এসে কাজে বাঁধা প্রদান শুরু করে। এতে বাধ্য হয়েই এ চক্রের প্রদান সালামত উল্লাহকে দিতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। টাকা না দিলেই জমিতে ওয়ারিশ রয়েছে বলে কাজ করতে দেওয়া হয় না। দাবিকৃত টাকা দিলেই থাকেনা কোন ওয়ারিশ থাকেনা কোন ঝামেলা। বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হলে শুরু হয় নির্যাতনের আরেক মাত্রা। অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয় জোরপূর্বক এতেও গুনতে হয় ৩০ থেকে ৫০ হাজার টাকা। এতে সরকারের রাজস্ব গরচা যায় কোটি টাকা। এমন অবস্থায় পড়তে হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ সরকারের পতন হলে সে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার নাম ভাঙিয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বেপক। এমন অবস্থা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত ভুলতা ইউনিয়ন যুবলীগের সদস্য সালামত উল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।