সোনারগাঁয়ে সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

মুক্ত বাংলাদেশ
সোমবার, ৪ আগস্ট, ২০২৫ | আগস্ট ০৪, ২০২৫ Last Updated 2025-08-04T09:36:36Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া নামের এক সরকারি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  

সোমবার(৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী তানিয়া সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া একজন সরকারি চাকরিজীবি। তার বাসা থেকেই প্রতিদিন কর্মস্থলে যাওয়া আসা করেন। স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত ৩ আগষ্ট সকালে সকালে বাড়ির দরজায় তালা দিলে উপজেলার কালাপাহাড়িয়ার ইউনিয়ন অফিসে যায়। পরবর্তীতে কর্মস্থলে ঐ বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়িতে গিয়ে বাবা-মার সাথে রাত্রীযাপন করেন। এই সুযোগে কোনো এক সময় ডাকাতদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা,  ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 


সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান জানান, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

জনপ্রিয়