প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। এতে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহাদত হোসেন সেলিমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে যোগদান করেন নেতাকর্মীরা। শনিবার (০৯ আগস্ট) উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
সভায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, সেলিম মিয়া, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ আরিফ, মোদাসসের মোল্লা সোহেল, শফিকুল, শিপন, জাকারিয়া, মেহেদী, নিয়াজ প্রমুখ।