সোনারগাঁয়ে এশিয়া বানী পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

মুক্ত বাংলাদেশ
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ | আগস্ট ২৫, ২০২৫ Last Updated 2025-08-25T09:30:20Z


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক এশিয়া বানী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ মিঠু আহমেদ কে অজ্ঞাত এক নাম্বার থেকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ  সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০:৪৫ মিনিটে একটি  অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল আসে,কিছু বুঝে উঠার আগেই অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাননাশের হুমকি দেওয়া হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে পরিবারের যেকোন সদস্যকে যেখানেই পাবে মেরে ফেলার হুমকি প্রদান করে।


মোঃ মিঠু আহমেদ বলেন,কে বা কারা আমাকে ফোন কলে হুমকি দিয়েছে আমি জানিনা,এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।আমার পরিবারের সবার সাথে কথা বলে আমি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছি।


এ ঘটনায় সোনারগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেদুল হাসান খান বলেন, হুমকির বিষয় একটি অভিযোগ পেয়েছি অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে এশিয়া বানী পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি

জনপ্রিয়