বুধবার (৬ আগষ্ট) বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র্যালি বের করে। র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্টেশনে এসে শেষ হয়।
এর আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এসে ঝরো হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মান্নান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।