রূপগঞ্জে বিধবা নারীর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, সাংবাদিকদের হুমকি

মুক্ত বাংলাদেশ
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১২, ২০২৫ Last Updated 2025-10-12T11:07:08Z


নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমেনা নামের এক বিধবা নারীর ৫০ শতাংশ জমি জবরদখল করার পাঁয়তারার অভিযোগ উঠেছে শাহাদুল্লা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তেড়ে এসে সাংবাদিকদের হামলার হুমকি প্রদান করেন তিনি। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাদুল্লা ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। 


বিধবা নারী আমেনা বেগম জানান, মুইরাব এলাকায় তার পিতৃ সম্পদের ওয়ারিশসহ তার বোনের সম্পদ হেবানামা দলিলে ৫০ শতাংশ জমির মালিক হন। জমি খালি থাকায় জমিটি স্থানীয় যুবদল নেতা শাহাদুল্লা বেশ কিছুদিন যাবৎ জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। ৫ আগস্টের পরে সে বেপরোয়া হয়ে উঠে। রোববার সকালে তিনি তার লোকজন নিয়ে জমিটিতে সাইনবোর্ড টানিয়ে দেন। তিনি দখলে নিতে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ বিষয়ে জানতে গেলে শাহাদুল্লা ও তার লোকজন হামলা চালাতে এগিয়ে আসেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 


হুমকির শিকার খবরের কাগজ রূপগঞ্জ প্রতিনিধি রুবেল শিকদার বলেন, বিধবা নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য ছবি তুললে ওই যুবদল নেতা আমাদেরকে হামলার হুমকি দিতে থাকেন। তিনি ক্ষিপ্ত ছিলেন অনেক। এমন হলে কাজ করা বিপদজনক হয়ে দাড়াবে।


এ বিষয়ে অভিযুক্ত ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লা বলেন, আমি জবরদখল করতে যাইনি। এটা আমার বায়নাকৃত সম্পদ। আমি ফিরোজ ভুইয়ার কাছ থেকে ওয়ারিশের সম্পদ বায়না করে নিয়েছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। জবরদখল করতে গিয়েছি কিনা। 


এ বিষয়ে জানতে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নাই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু'পক্ষের কথা শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • রূপগঞ্জে বিধবা নারীর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, সাংবাদিকদের হুমকি

জনপ্রিয়