সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

মুক্ত বাংলাদেশ
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ২৫, ২০২৫ Last Updated 2025-10-25T11:45:50Z


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। 


শনিবার (২৫ অক্টোবর)  বিকেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী  মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় লিফলেট বিতরণ করেন সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান। 


এ সময় তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার, বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।


এ সময় উপস্থিত ছিলেন,  সোনারগাঁ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি, জিয়াউর রহমান,সোনারগাঁ থানা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসেম, বিএনপি নেতা রিপন প্রমুখ।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

জনপ্রিয়