ভোট নয়, দোয়া চাই - চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

মুক্ত বাংলাদেশ
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ২৪, ২০২৫ Last Updated 2025-10-24T10:37:27Z


সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বলেছেন, ভোট নয়-জনগণের দোয়া চাই, আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। 

শুক্রবার (২৪অক্টোবর) মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লীদের সাথে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, মোগরাপাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ইউনিয়ন আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি সবসময় চেষ্টা করি জনগণের পাশে থেকে সহযোগিতা করতে, আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনাদের সেবা করার সুযোগ পাই।



তিনি আরও বলেন, আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন-যেন আমি সময় ও সুযোগ পেলে আপনাদের পাশে থেকে প্রকৃত অর্থে সেবা করতে পারি। ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে মশার ওষুধের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়ি ও এলাকায় এই ওষুধ প্রয়োগ করা হবে। তবে আপনারা সবাই স্কুল, মাদরাসা, মসজিদসহ নিজ নিজ বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।



এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ভোট নয়, দোয়া চাই - চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

জনপ্রিয়