মুক্ত বাংলাদেশ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চলে ফ্রেশ সিমেন্ট কারখানা হইতে ইসলামপুর পর্যন্ত খানাখন্দে ভরা দীর্ঘদিনের বেহাল সরকটি নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
এলাকার জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই নেতা। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগনসহ প্রায় ২০ হাজার মানুষের যাতায়ত সুবিধার্থে সড়কটি তিনি নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০/২৫ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এ সড়কে বিভিন্ন কোম্পানির মালবাহী যান চলাচলের কারনে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারীর নেতৃত্বে সড়ক মেরামতকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন মিয়া, রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, যুবদল নেতা শাহীন রেজা, হাসান বশরি ও আরিফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন বলেন, আমরা খুব খুশি যে রাস্তা মেরামত হচ্ছে। আগে বৃষ্টি হলে পানি জমে থাকার কারনে চলাফেরা করা যেত না। এখন আশা করছি, কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে।
বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, এলাকার মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নেই রাস্তা সংস্কার শুরু করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।