বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম। এই কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে শুরু হয়েছে ঘরে ঘরে প্রচারণা কার্যক্রম।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমির হোসেন (বেনিয়াম) এর নেতৃত্বে শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপির বার্তা। বর্তমানে ইউনিয়ন যুবদলের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন এবং দুঃসময়ের প্রতীক আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে তারা মাঠে থাকবে।
আমির হোসেন (বেনিয়াম) বলেন “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এই স্লোগানকে সামনে রেখে আগামী আন্দোলন ও নির্বাচনে জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।