সোনারগাঁয়ে ফার্মেসিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মুক্ত বাংলাদেশ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ০৬, ২০২৫ Last Updated 2025-10-06T17:30:17Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স সোনাপুর মেডিসিন সার্ভিস সেন্টার নামের একটি ফার্মেসিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


হৃদয় রঞ্জন বণিক জানান, অভিযানে ফার্মেসিটিতে হেপাটাইটিস বি রোগের একটি ইনজেকশন পাওয়া যায়, যার মেয়াদ ২০২৩ সালে শেষ হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ, বিক্রয়ের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সরকারি হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধ পাওয়া যায়।


সরকারি ওষুধগুলোর মধ্যে ছিল, সেফ্রাডিন ৫০০ মি.গ্রা. সেফুরক্সিম ৫০০ মি.গ্রা. অস্টোক্যাল ডি, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মি.গ্রা., সেফিক্সিম ও সলবিয়ন।


তিনি বলেন, সরকারি ওষুধ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে সাধারণ রোগীরা সরকারি সেবার সুবিধা থেকে বঞ্চিত হয়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


অভিযানে উপ-পরিদর্শক নিউটনের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে ফার্মেসিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয়