সোনারগাঁয়ে লক্ষী পূজা উপলক্ষে বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ০৭, ২০২৫ Last Updated 2025-10-07T14:25:20Z
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় লক্ষী পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।



মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ১টি, জামপুর ইউনিয়নের ২টি এবং সনমান্দী ইউনিয়নের ২টি—মোট ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।



পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।



এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার — এই নীতিতেই বিএনপি কাজ করছে। 



তারা আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণ ও সুষ্ঠু পরিবেশে উৎসব পালনে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।


পূজা মণ্ডপে উপস্থিত স্থানীয় পূজারি ও সাধারণ মানুষ বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং তাদের আন্তরিকতার প্রশংসা করেন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে লক্ষী পূজা উপলক্ষে বিএনপি নেতার মণ্ডপ পরিদর্শন

জনপ্রিয়