মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের ১টি, জামপুর ইউনিয়নের ২টি এবং সনমান্দী ইউনিয়নের ২টি—মোট ৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার — এই নীতিতেই বিএনপি কাজ করছে।
তারা আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার সংরক্ষণ ও সুষ্ঠু পরিবেশে উৎসব পালনে বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।
পূজা মণ্ডপে উপস্থিত স্থানীয় পূজারি ও সাধারণ মানুষ বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং তাদের আন্তরিকতার প্রশংসা করেন।