সোনারগাঁয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

মুক্ত বাংলাদেশ
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ০৮, ২০২৫ Last Updated 2025-10-08T10:46:40Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি কোটি টাকার প্রতারণা এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মিনা বেগম নামের এক নারী।


বুধবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনা বেগম।


তিনি অভিযোগ করেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় দেড় বছর আগে তাকে জোরপূর্বক বিয়ে করেন। বিয়ের আগে থেকেই তিনি সাবেক আওয়ামী লীগ মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একান্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন। বিয়ের পর থেকেই মাদক ও জুয়ার টাকার জন্য তাকে নানাভাবে চাপ দিতেন সোলেমান।


মিনা বেগম বলেন, “আমি সংসার টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু প্রতিনিয়ত গালিগালাজ, মারধর, ভয়ভীতি ও হুমকি ছিল তার নিত্যদিনের আচরণ। বিভিন্ন সময় নির্যাতন করে আমার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেয় সে। তবুও শান্তি পাইনি। আরও টাকা ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই।”


তিনি আরও বলেন, “আমি তখন বাবার বাড়িতে চলে আসি এবং আদালতে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করি। আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সোলেমান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু দিন আগে রাতে সে তিন-চারজন সহযোগী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। জানালার কাঁচ ভেঙে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাড়াটিয়ারা টের পেয়ে আগুন নেভাতে না পারলে হয়তো আজ আমি জীবিত থাকতাম না।”


এ সময় কান্নাজড়িত কণ্ঠে মিনা বেগম আরও বলেন, “আমার কলেজ পড়ুয়া ছেলেটিকে এখন মিথ্যা হত্যা মামলায় আসামি করে হয়রানি করছে এই সন্ত্রাসী সোলেমান। আমি একজন মা হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবারের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। আমি সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সোলেমান মিয়ার দ্রুত গ্রেফতারের দাবি জানান।


মানবাধিকার কর্মীরা বলেন, “একজন নারীর এমন নিপীড়নের শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন।”

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে যুবলীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

জনপ্রিয়