সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ | ডিসেম্বর ২৩, ২০২৫ Last Updated 2025-12-24T09:20:18Z


সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও ২০০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা। 


২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইকনোমিক জোনের গেটের পশ্চিম পাশে ১ টি, পুর্ব পাশে ১ টি, ঝাউচর ১ টি, প্রতাপেরচর ১ টি, মোট ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়, ২০০ টি চুলার অবৈধ গ্যা সংযোগ বিচ্ছিন্ন করেন। 


এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও সোনারগাঁ মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।


চুনা কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। 


এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে  সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

জনপ্রিয়