অবৈধ গ্যাস ব্যবসার অর্থে গাড়ি কেনার অভিযোগ, বাড়িতেই চুনা কারখানা—হঠাৎ কোটিপতি হওয়ায় প্রশ্ন স্থানীয়দের

মুক্ত বাংলাদেশ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ১২, ২০২৬ Last Updated 2026-01-12T17:35:00Z

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবৈধ গ্যাস ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হাসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর দাবি, অবৈধ গ্যাস ব্যবহার করে চুনা উৎপাদনের কারখানা পরিচালনা করে তিনি অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।


স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ আয়ের অর্থ দিয়েই তিনি সম্প্রতি একটি হাইএইচ মডেলের গাড়ি এবং একটি জিক্সার মডেলের মোটরসাইকেল ক্রয় করেছেন। এলাকাবাসীর দাবি অনুযায়ী, চুনা উৎপাদনের ওই কারখানাটি তার নিজ বাড়ির ভেতরেই গড়ে তোলা হয়েছে এবং তা দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত হয়ে আসছে।


স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “৫ আগস্টের আগেও জাহাঙ্গীরের নুন আনতে পানতা ফুরাতো। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান। এই হঠাৎ সম্পদের উৎস নিয়েই আমাদের প্রশ্ন।”????


এদিকে স্থানীয় রাজনীতিবিদরা জানান, মো. জাহাঙ্গীর হাসান বর্তমানে বিএনপির বিদ্রোহী নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী হিসেবে কাজ করছেন বলেও এলাকায় আলোচনা রয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব ফেসবুক আইডিতে জাহাঙ্গীরের কেনা গাড়ির ছবি পোস্ট দিয়ে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে—অবৈধ গ্যাস ব্যবহার ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এসব কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে কি না।


তবে এসব অভিযোগের বিষয়ে মো. জাহাঙ্গীর হাসানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • অবৈধ গ্যাস ব্যবসার অর্থে গাড়ি কেনার অভিযোগ, বাড়িতেই চুনা কারখানা—হঠাৎ কোটিপতি হওয়ায় প্রশ্ন স্থানীয়দের

জনপ্রিয়