রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে সরকারি জমি দখলমুক্ত

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ৬ মে, ২০২৫ | মে ০৬, ২০২৫ Last Updated 2025-05-06T14:53:06Z


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকানপাট ও ৪টি বহুতল ভবন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকার সাঈদ মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। 


ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। এসময় আরো  উপস্থিত ছিলেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জেডএম আনোয়ার,উপ সহকারী প্রকৌশলী  জাকির হোসেনসহ অনেকে। 


অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট তারিকুল আলম বলেন,তারাব পৌরসভার দীঘিবরাব এলাকায় সাঈদ নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত  সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।  আজ দিন ব্যাপী  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০টি দোকানপাট ও ৪টি বহুতল ভবন উচ্ছেদ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে সরকারি জমি দখলমুক্ত

জনপ্রিয়