সোনারগাঁয়ে ডাকাতির সময় ২ ডাকাত আটক, সিএনজিতে অগ্নিসংযোগ

মুক্ত বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ১৫, ২০২৬ Last Updated 2026-01-15T03:55:21Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার সময় দুই ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 


বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নিয়ে ডাকাত দলটি মহাসড়কের মৃধাকান্দী এলাকায় পথচারীদের গতিরোধ করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে দুই ডাকাতকে ধরে ফেলে জনতা। আটকের পর উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দেয়। 


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে দুই ডাকাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আটককৃতরা হলো: রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে। ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, স্থানীয়দের সহায়তায় দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে ডাকাতির সময় ২ ডাকাত আটক, সিএনজিতে অগ্নিসংযোগ

জনপ্রিয়