প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতা জাহাঙ্গীর হাসান

মুক্ত বাংলাদেশ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ১৪, ২০২৬ Last Updated 2026-01-14T08:01:32Z


সম্প্রতি ‘মুক্ত বাংলাদেশ’ অনলাইন নিউজ পোর্টালে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হাসানকে জড়িয়ে "অবৈধ গ্যাস ব্যবসার অর্থে গাড়ি কেনা ও বাড়িতে চুনা কারখানা" সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। 


জাহাঙ্গীর হাসান এই সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। জাহাঙ্গীর হাসান এক বিবৃতিতে জানান, প্রকাশিত সংবাদে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। 

তার বক্তব্যের প্রধান  অবৈধ গ্যাস ব্যবসার সাথে তার কোনো দূরতম সম্পর্ক নেই। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। নিজের কষ্টার্জিত আয় ও দীর্ঘদিনের বৈধ ব্যবসার মাধ্যমেই তিনি জীবনযাপন করছেন। "হঠাৎ কোটিপতি" হওয়ার দাবিটি কেবল কল্পনাপ্রসূত। রাজনৈতিক প্রতিপক্ষরা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। বাড়িতে অবৈধ কোনো কার্যক্রম বা কারখানার অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা এবং স্থানীয়দের বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র।

"আমি দীর্ঘ দিন ধরে সততার সাথে রাজনীতি ও ব্যবসা করে আসছি। একটি কুচক্রী মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে এই সাজানো সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সত্য যাচাই করার অনুরোধ করছি।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতা জাহাঙ্গীর হাসান

জনপ্রিয়