সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের জিরো টলারেন্স

মুক্ত বাংলাদেশ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ১৩, ২০২৬ Last Updated 2026-01-13T12:45:26Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী চুনা ও ঢালাই কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে মোট ১৫ হাজার ৫০০ ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে প্রতিদিন এক লাখ টাকারও বেশি গ্যাসের অপচয় রোধ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় একটি চুনা কারখানা এবং মাঝিপাড়া এলাকায় একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


অভিযানের প্রথম স্পটে সোনাখালী এলাকায় একটি অবৈধ চুনা কারখানায় দুটি ভাট্টি শনাক্ত করা হয়, যার একটি চালু অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় ভাট্টির আগুন নিয়ন্ত্রণে এনে পানি স্প্রে করা হয় এবং ঘটনাস্থলেই অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়।


এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় একটি ঢালাই কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত ঢালাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযানকালে আশপাশের প্রায় ৩০০টি বাড়িতে ব্যবহৃত ৫০০টি অবৈধ গ্যাস চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগের কারণে সরকার প্রতিনিয়ত বড় অঙ্কের রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


মোবাইল কোর্ট সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং পুনরায় অবৈধ সংযোগ স্থাপন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের জিরো টলারেন্স

জনপ্রিয়